মেক্সিকোয় বারে পেট্রোল বোমা হামলায় নিহত ১১

| রবিবার , ২৩ জুলাই, ২০২৩ at ৬:১৩ পূর্বাহ্ণ

মেক্সিকোয় একটি বারে পেট্রোল বোমা ছুড়ে মারা হলে সেখান থেকে আগুন লেগে ১১ জন নিহত এবং আরো চারজন আহত হয়েছেন। মেঙিকোর উত্তরের সোনোরা রাজ্যের সীমান্তবর্তী নগরী সান লুইস কলোরাডোতে শনিবার ভোররাতের দিকে এ ঘটনা ঘটে। খবর বিডিনিউজের।বার্তা সংস্থা রয়টার্স জানায়, নেশাগ্রস্ত অবস্থায় বারের অতিথি বিশেষ করে নারীদের সঙ্গে অসভ্য আচরণ করছিলেন অভিযোগ তুলে এক তরুণকে বারের নিরাপত্তারক্ষীরা জোর করে বের করে দেয়। ওই তরুণই ক্ষিপ্ত হয়ে বারের দরজায় পেট্রোল বোমা মারে বলে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবোনের শিরশ্ছেদ করে মাথা হাতে থানায় ভাই
পরবর্তী নিবন্ধনৌপ্রধান পদে প্রথম কোনো নারীকে মনোনয়ন দিলেন বাইডেন