আম্পায়ারের আঙুল উঠতে দেখেই যেন ফুঁসে উঠলেন হারমানপ্রিত কৌর। শুরুতে এক হাত দিয়ে থাবা মারলেন আরেক হাতে ধরে রাখা ব্যাটে। আম্পায়ারের দিকে তাকিয়ে রইলেন আগুনে দৃষ্টিতে। এরপর ব্যাট দিয়ে স্টাম্পে এতটাই জোরে মারলেন যে, একটি স্টাম্প উড়ে গিয়ে পড়ল অনেক দূরে। শেষ নয় ওখানেই। ক্রিজ ছেড়ে যাওয়ার সময় আম্পায়ারের দিকে তাকিয়ে ভারতীয় অধিনায়ক কিছু বলতে থাকলেন টানা। এরপর ড্রেসিং রুমে ফেরার পথে গ্যালারির দর্শকদের উদ্দেশে তিনি দেখালেন ‘থামস আপ।’ সব মিলিয়ে নাটকীয় কিছুক্ষণের স্বাক্ষী হয়ে রইল মিরপুর শের–ই–বাংলা স্টেডিয়াম। বলার অপেক্ষা রাখে না, আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ হয়নি হারমানপ্রিতের। আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের ম্যাচে শনিবার সিরিজ নির্ধারণী লড়াইয়ে বাংলাদেশের বিপক্ষে ভারতের রান তাড়ার ৩৪তম ওভারে ঘটনা সেটি। নাহিদা আক্তারের ফুল লেংথ বল সুইপ করার চেষ্টায় ঠিকমতো খেলতে পারেননি হারমানপ্রিত। বল তার প্যাডে লাগা মাত্র উদযাপন করতে শুরু করে দেন বাঁহাতি স্পিনার নাহিদা। পরে বলটি স্লিপে মুঠোয় জমান ফাহিমা খাতুন। আম্পায়ার তানভির আহমেদ আঙুল তুলতে সময় নেননি। এরপরই হারমানপ্রিতের অমন প্রতিক্রিয়া। তাকে ক্যাচ আউট দেন আম্পায়ার। বারবার টিভি রিপ্লে দেখে যদিও বোঝার উপায় ছিল না, বল তার ব্যাটে বা গ্লাভসে স্পর্শ করেছিল কি না। ‘আল্ট্রা এজ’ নেই এই সিরিজে, নেই রিভিউও। তবে বল হারমানপ্রিতের ব্যাটে বা গ্লাভসে না লাগলে তিনি পরিষ্কার এলবিডব্লিউ হতে পারতেন বলেই মনে হয়েছে বারবার টিভি রিপ্লে দেখে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও অনেকটা ‘অপ্রাসঙ্গিকভাবে’ হারমান কথা বলেন আম্পায়ারিং নিয়ে। তিনি বলেন, ‘আমি মনে করি অনেক কিছু শেখার ছিল এই ম্যাচ থেকে। ক্রিকেট ছাড়াও, যে মানের আম্পায়ারিং হয়েছে তাতে আমরা খুবই বিস্মিত। কিন্তু…আমরা সামনে যখন বাংলাদেশে আসবো নিশ্চিত করে আসতে হবে এ ধরনের আম্পায়ারিংয়ের মুখোমুখি হতে হবে। ঠিক সেভাবেই আমাদেরকে খেলতে হবে। প্যাথেটিক আম্পায়ারিং। আমরা আম্পায়ারের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে খুবই হতাশ।’