দেশের উন্নয়ন, অগ্রগতি ও স্থিতিশীলতার স্বার্থে অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। বর্তমান সংবিধানের আলোকে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আমরা চাই। গতকাল শনিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং সংবিধান অনুযায়ী অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে চূড়ান্ত হওয়া রাজনৈতিক দল বাংলাদেশ সুপ্রিম পার্টির উদ্যোগে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সুপ্রিম পার্টির চেয়ারম্যান সভাপতির বক্তব্যে সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষের আন্দোলনের মাধ্যমে এদেশে ১৯৯৬ সনে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়। কিন্তু এটা ছিলো বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক রাজনীতিবিদদের জন্য অবমাননাকর একটি ব্যবস্থা। তারপরেও রাজনীতিবিদ ও দেশের মানুষ তা মেনে নিয়েছে। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিভিন্নভাবে বিতর্কিত করে তোলে বিএনপি–জামাত জোট সরকার। নির্বাচন আসলেই রাজনৈতিক দলগুলো নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মাঠে জল ঘোলা শুরু করে। হরতাল অবরোধের নামে জ্বালাও পোড়াও আন্দোলনের মাধ্যমে জনজীবনকে বিপর্যস্ত করে তোলে। বাংলাদেশ সুপ্রিম পার্টি এই অবস্থার স্থায়ী সমাধান চায়। সমাবেশ থেকে আজ রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম পার্টির বিরুদ্ধে সকল অপপ্রচারের বিষয়ে দেশবাসীকে জানানোর ঘোষণা দেয়া হবে। অতিরিক্ত মহাসচিব মুফতী বাকী বিল্লাহ আল আযহারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মো. ফজলুল হক আকন্দ, মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, যুগ্ম মহাসচিব মো. আসলাম হোসাইন, অ্যাড. জালাল উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।