ন্যাশনাল পাবলিক স্কুল এন্ড কলেজের সপ্তাহব্যাপী এক অনাড়ম্বর বৃক্ষরোপণ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে এর উদ্বোধন করেন স্কুল পরিচালনা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি মনসুর। এ সময় ছাত্র ছাত্রীদের বৃক্ষরোপণ ও পরিচর্যার উপর গুরুত্বারোপ করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ এ এম শহিদুল আলম, স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াসুদ্দিন, পরিচালনা পরিষদের সদস্য এডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস ও ডাক্তার গোলাম রসুল আতিক। বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায় তথা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ধরিত্রী রেখে যেতে হলে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। পরে স্কুলের সকল ছাত্র ছাত্রীদের মাঝে বৃক্ষচারা বিতরণ করা হয় এবং অনতিদূর পানি উন্নয়ন বোর্ডের নির্দিষ্ট স্থানে বেশ কিছু ফলজ বৃক্ষ রোপণ করা হয়। স্কুলের পক্ষ থেকে স্ব স্ব উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিচর্যার জন্য ছাত্রছাত্রীদের মাঝে প্রতিবছর পুরস্কার প্রদানের ঘোষণা দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।