সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ জনপদ, চট্টগ্রাম শহর এবং উত্তর ও দক্ষিণ চট্টগ্রামে যেতে হলে ভাটিয়ারীর বিকল্প নেই, এখানে অসংখ্য শীপব্রেকিং ইয়ার্ডসহ অর্থনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ বেশকিছু শিল্প কারখানা রয়েছে, যার কারণে অন্য জেলা হতে আগত বহু শ্রমিক ও স্থানীয় লোকজনের বিরাট এক আবাসস্থল ভাটিয়ারী। সাধারণ মানুষের নিত্য প্রয়োজনে রাস্তার পাশেই একমাত্র স্থানীয় বাজারের উপর নির্ভরশীল। তাদের রাস্তা পারাপারে এখানে কোন ফুট ওভার ব্রীজ বা জেব্রা ক্রসিং নেই, তার উপর রয়েছে সারি সারি দূরপাল্লার বাস কাউন্টার যেখানে অগণিত যাত্রী বাসের জন্য অপেক্ষা করে, স্বাভাবিক ভাবেই ভাটিয়ারীতে সকাল বিকাল যানজট লেগেই থাকে, রাস্তা পারাপারের কোনো ব্যবস্থা না থাকাই পথচারী সাধারণ মানুষ এলাকার ছাত্র ছাত্রী জীবনের ঝুঁকি নিয়েই ব্যস্ত এই মহা সড়ক পার হতে হয়, যার কারণে অনেকেই মারাত্মক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিনীত দাবি রাখছি সাধারণ মানুষের নিরাপদে রাস্তা পারাপারে বিজয় স্মরণী মোড়ে ফুট ওভার ব্রিজ স্থাপন করা হোক।
আলমগীর হোসাইন
সিটি গেইট,
কর্নেল হাট চট্টগ্রাম