থাই পার্লামেন্ট থেকে বরখাস্ত প্রধানমন্ত্রী হতে পারলেন না পিটা

| শুক্রবার , ২১ জুলাই, ২০২৩ at ৫:২৭ পূর্বাহ্ণ

থাইল্যান্ডে সাধারণ নির্বাচনে জয়ী মুভ ফরোয়ার্ড পার্টির নেতা পিটা লিমজারোয়েনরাতের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ের ইতি ঘটায় তার সমর্থকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। চলতি বছরের মে মাসে হওয়া নির্বাচনে মুভ ফরোয়ার্ড পার্টি বিপুল ভোটে জয়ী হয়। বছরের পর বছর ধরে চলা সামরিক শাসনকে প্রত্যাখ্যান করা ভোটাররা পরিবর্তনের পক্ষে রায় দেয়। কিন্তু দেশটির সাংবিধানিক আদালত প্রথমে পিটাকে (৪২) নাটকীয়ভাবে পার্লামেন্ট থেকে বরখাস্ত করলে বুধবার আইন পরিষদ ছেড়ে চলে যেতে বাধ্য হন সংস্কারবাদী রাজনীতিক। খবর বিডিনিউজের।

এরপর আইনপ্রণেতারা তাকে প্রধানমন্ত্রী করা হবে কিনা, এ সংক্রান্ত দ্বিতীয় দফার ভোট থামিয়ে দিতে সম্মত হন বলে জানিয়েছে বিবিসি। নির্বাচনের জয়কে চূড়ান্ত পরিণতি দিতে প্রধানমন্ত্রী হতে পার্লামেন্টের অনুমোদন দরকার ছিল পিটার, কিন্তু গত সপ্তাহে তিনি ওই অনুমোদন পেতে ব্যর্থ হন।

পূর্ববর্তী নিবন্ধপ্রচণ্ড গরমে অতিষ্ঠ তিন মহাদেশের লাখ লাখ মানুষ
পরবর্তী নিবন্ধমণিপুরে ২ নারীকে বিবস্ত্র করে হাঁটানোর ভিডিও, ভারতজুড়ে তোলপাড়