একদল কিশোরের ঝগড়া থামাতে গিয়ে অপর দুই কিশোর ছুরিকাহত

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ২১ জুলাই, ২০২৩ at ৪:৩৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় একদল কিশোরের ঝগড়া থামাতে গিয়ে অপর দুই কিশোর ছুরিকাঘাতে আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সদর ইউনিয়নের আলহাজ মোস্তাফিজুর রহমান কলেজ গেটের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হল উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাতঘড়িয়া পাড়ার মো. দেলোয়ারের পুত্র মো. নোমান (১৮) ও আধুনগর ইউনিয়নের আকতারিয়া পাড়ার মনজুর আলমের পুত্র মো. রাকিব (১৭)। এরমধ্যে নোমানকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে। তারা দুজনই পেশায় টাইলস মিস্ত্রি বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও আহত কিশোর রাকিব সূত্রে জানা যায়, ঘটনাস্থলে ১০/১২ জনের একদল কিশোর টিশার্ট নিয়ে ঝগড়া করছিল। এ সময় নোমান ও রাকিব তাদের ঝগড়া থামানোর চেষ্টা করে। এক পর্যায়ে কিশোর দলের একজন অতর্কিতভাবে তাদেরকে ছুরিকাঘাত করে। এতে নোমানের ঘাড়ে ও রাকিবের হাতের বাহুতে আঘাাত লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে আনা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, ছুরিকাঘাতে আহতের ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধফিনলে পাম স্প্রিং বিক্রয় উৎসব শুরু
পরবর্তী নিবন্ধমহিলা আওয়ামী লীগের ব্যানারে সব পুরুষ!