চন্দনাইশের কাঞ্চনাবাদ জোহাদিয়া দরবার শরীফ এলাকা থেকে ২টি চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তার নাম ফরিদুল আলম (৪৩)।
আজ বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ অভিযান চালায়।
চন্দনাইশ থানার এসআই নুরুল ইসলাম জানান, ২টি চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী ফরিদুল আলমের কাঞ্চনাবাদ জোহাদিয়া দরবার এলাকায় অবস্থানের সংবাদ গোপন সূত্রে পেয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তিনি দোহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ড ঈদ পুকুরিয়া গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে।
গ্রেফতার ফরিদুল আলমের বিরুদ্ধে চেক প্রতারণা মামলার একটিতে ১ বছরের এবং আরেকটিতে ২ বছরের সাজা পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন।












