যমুনার উপচে পড়া পানি দিল্লির লাল কেল্লার দেয়াল ছোঁয়ার এক সপ্তাহ পর আগ্রার অমর স্থাপত্য তাজমহলের দেয়াল পর্যন্ত পৌঁছে গেছে। ৪৫ বছরের মধ্যে এই প্রথম তাজমহলের দেয়ালের পাশে থই থই করছে যুমনার জল। এতে দেখা দিয়েছে উদ্বেগ। বন্যার পানিতে সপ্তদশ শতাব্দীতে নির্মিত শ্বেত পাথরের স্মৃতিসৌধটি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিডিনিউজের।
গত কয়েকদিন ধরে উত্তর প্রদেশসহ ভারতের উত্তরাঞ্চলে অস্বাভাবিক ভারী বৃষ্টি হওয়ার পর যমুনা নদীতে পানি বৃদ্ধি পেতে থাকে। ১ জুন বর্ষাকাল শুরু হওয়ার পর থেকে উত্তর প্রদেশে স্বাভাবিকের চেয়ে ১০৮ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে।
এর আগে ১৯৭৮ সালে যমুনার পানি ছুঁয়েছিল তাজমহলের দেয়াল। ওই সময় দিল্লিতে যমুনার পানির স্তর বেড়ে ২০৭ দশমিক ৪৯ মিটার পর্যন্ত উঠেছিল। এবার ওই রেকর্ড ভেঙে পানি উঠেছিল ২০৮ দশমিক ৬৬ মিটার পর্যন্ত।
মঙ্গলবার তাজমহল এলাকা ঘুরে দেখা গেছে তাজমহলের চুনাপাথরে তৈরি লাল দেয়ালের পাশে যমুনার ঘোলা জল, তার মধ্যে ভাসমান আবর্জনার টুকরা। তবে তাজমহরের মূল চত্বরে পানি ঢুকেনি। নদীর বাড়তে থাকা পানি এখন পর্যন্ত তাজমহলের জন্য ‘গুরুতর কোনো উদ্বেগ’ হয়ে দেখা দেয়নি বলে জানিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই)।