আগ্রাবাদ কমরেড ও কে এম স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় জয়

তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২০ জুলাই, ২০২৩ at ১০:৫৩ পূর্বাহ্ণ

সিজেকেএস তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে টানা দ্বিতীয় জয়ের মুখ দেখেছে আগ্রাবাদ কমরেড ক্লাব ও কে এম স্পোর্টিং ক্লাব। গতকাল বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় আগ্রাবাদ কমরেড ক্লাব ৭৯ রানে কাস্টমস স্পোর্টস ক্লাবকে পরাজিত করে। মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত লিগের অপর খেলায় কে এম স্পোর্টিং ক্লাব ৯ উইকেটে আগ্রাবাদ নওজোয়ান গ্রিনকে হারায়।

টসে জিতে কাস্টমস স্পোর্টস প্রথমে ব্যাট করতে পাঠায় কমরেড ক্লাবকে। কমরেড ৪৮.৪ ওভার খেলে সব উইকেট হারায় ১৫৬ রানে। তলের পক্ষে মিসবাউল ইসলাম ৪১,আসিফ উল রাহমান অপরাজিত ২৮,শিহাব নওরাজ ১৬,সাদমান খান ১৬ এবং ইসকান্দার রশিদ ১৩ রান করেন। অতিরিক্ত রান হয় ২৪। কাস্টমস স্পোর্টসের পক্ষে রিদওয়ান ইসলাম ৪টি এবং জিহাদ আজিম ৩টি উইকেট দখল করেন। ১টি করে উইকেট পান ফেরদৌস হোসেন,মুনতাসিন ফারাবী এবং ইশহাত ইসলাম আলিফ। জবাবে কাস্টমস স্পোর্টস ক্লাব ৩১.৪ ওভার খেলে সব উইকেট হারায় মাত্র ৭৭ রানে। দলের হয়ে মো. শাহরিয়ার ২১ এবং ফেরদৌস হোসেন ১১ রান ছাড়া আর কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। অতিরিক্ত থেকে ১৩ রান জমা হয়। আগ্রাবাদ কমরেডের পক্ষে ৩টি করে উইকেট নেন ইসকান্দার রশিদ এবং আসিফ উল রাহমান। এছাড়া সৌমেন বড়ুয়া শুভ ২টি এবং শিহাব নওরাজ ১টি উইকেট পান।

অন্য খেলায় কে এম স্পোর্টিং ক্লাব টসে জিতে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবকে প্রথমে ব্যাট করতে পাঠায়। নওজোয়ান গ্রিন ৪৭.১ ওভার ব্যাট করে ১১৩ রানে সব উইকেট হারিয়ে ফেলে। দলের হয়ে আহমেদ ফাহিম ২৪,মাহির ইসলাম অপরাজিত ২১,পিয়াল হাসান জীবন ১৯ এবং মেহেদি হাসান ১৫ রান করেন। অতিরিক্ত রান হয় ২২। কে এম স্পোর্টিং ক্লাবের পক্ষে জুবায়ের হোসেন ৩টি,আসিফ হোসেন চৌধুরী এবং মো. আসিফ ২টি করে উইকেট নেন। ১টি উইকেট পান মো. সুমন। জবাবে কে এম স্পোর্টিং ক্লাব ২২.১ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১১৪ রানে পৌঁছে যায়। দলের মো. সুমন ৫৫ বলে অপরাজিত ৫১ রান করেন ৩টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে। হাসিবুল হাসান অপরাজিত ৪০ রান করেন ৬৯ বল খেলে। তিনি ৫টি চার এবং ১টি ছক্কা হাঁকান। ওপেনার জাহেদুল আলম ১০ রান করে আউট হন। অতিরিক্ত থেকে আসে ১৩ রান। আগ্রাবাদ নওজোয়ান গ্রিনের ফখরুল আলম সিয়াম ১টি উইকেট পান।

আজকের খেলা: সাতকানিয়া উপজেলা ক্রী্যড়া সংস্থা বনাম চিটাগাং ফুটবল ক্লাব (সিএফসি) (মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠ),টাউন ক্লাব এবং সেবা নিকেতন(এম এ আজিজ স্টেডিয়াম)

পূর্ববর্তী নিবন্ধএশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে
পরবর্তী নিবন্ধদ্বিতীয় ম্যাচে হেরে গেল টাইগার নারীরা