কর্ণফুলীতে এক স্কুল শিক্ষকের বাসায় দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের হাবিব ভবন নামে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিরিন আকতার উপজেলার পশ্চিম চরলক্ষ্যা মৌলভীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
শিরিন আকতার বলেন, মঙ্গলবার সকালে অন্যান্য দিনের মত বিদ্যালয়ে চলে যাই। এর পরপর মেয়ে কলেজে এবং বাসায় তালা দিয়ে স্বামী তার কর্মস্থলে চলে যান। আমার কলেজ পড়ুয়া মেয়ে দুপুর আড়াইটার দিকে বাসায় এসে দেখে বাসার দরজা খোলা। ভেতরে গিয়ে আলমারি ভাঙা এবং কাপড় মেঝেতে এলোমেলোভাবে পড়ে থাকতে দেখে। এ সময় খাটের উপর বিভিন্ন স্যুটকেস এবং জামাকাপড়ও লণ্ডভণ্ড অবস্থায় পড়ে ছিল। তিনি আরও বলেন, আমার মেয়ের বিয়ে উপলক্ষে তার শ্বশুর বাড়ি থেকে স্বর্ণ দেওয়া হয়েছিল। আমার নিজেরও কিছু স্বর্ণালঙ্কার ছিল। সবকিছু নিয়ে গিয়ে চোর আমার পরিবারকে নিঃস্ব করে গেছে। প্রায় সাড়ে ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় চোরের দল। চুরির ঘটনায় শিরিন আকতার কর্ণফুলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ বলেন, একজন প্রধান শিক্ষকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বসহকারে নিয়েছি।