ইসলামী সংস্কৃতি ছড়িয়ে দিয়ে অপসংস্কৃতি ও অবক্ষয়ের রাশ টানতে হবে

হিজরি নববর্ষ ১৪৪৫ বরণ অনুষ্ঠানে বক্তারা

| বৃহস্পতিবার , ২০ জুলাই, ২০২৩ at ১০:২২ পূর্বাহ্ণ

প্রাযুক্তিক অবক্ষয়ের শিকার যুব তরুণদের মাঝে সুস্থ মননশীল নির্মল সংস্কৃতি ছড়িয়ে দেয়া, আকাশ সংস্কৃতির আগ্রাসন থামানো এবং তারুণ্যের শক্তিকে দেশ জাতি গঠনে কাজে লাগানোর আহ্বান জানানোর মধ্যদিয়ে হিজরি নববর্ষ ১৪৪৫ কে বরণ করা হয়েছে। হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে গতকাল বুধবার নগরীর বহদ্দারহাটস্থ একটি কনভেনশন হলে হিজরি নতুন বছর বরণ ও ১৪৪৪ বছরকে বিদায় জানানো হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্‌। প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মুহাম্মদ আলমগীর পারভেজ। মুখ্য আলোচক ছিলেন অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হাফেজ মুহাম্মদ সোলায়মান আনসারী, অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী, আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রেজবী।

প্রধান অতিথি বলেন, তরুণ সমাজ আজ বেকারত্বে ধুঁকছে। তাদের সুপ্ত প্রতিভাকে কাজে লাগাতে বড় কোনো উদ্যোগ লক্ষ্য করা যায় না। যুব তরুণদেরকে আদর্শিকভাবে উজ্জীবিত ও তাদের চরিত্র গঠনের ওপর বিশেষ জোর দিতে হবে। সুস্থ নির্মল সংস্কৃতিকে প্রসারিত করার মাধ্যমে আদর্শ সুনাগরিক সৃষ্টির ধারা বেগবান করতে হবে। ইসলামী সংস্কৃতি ছড়িয়ে দিয়ে অপসংস্কৃতি ও অবক্ষয়ের রাশ টানতে হবে। বক্তব্য রাখেন এম এ মাবুদ, রেজাউল করিম তালুকদার, ইঞ্জিনিয়ার মুহাম্মদ নূর হোসাইন, আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলী, নাসির উদ্দিন মাহমুদ, মাস্টার মুহাম্মদ আবুল হোসেন, অধ্যাপক মীর আব্দুর রহিম মুনিরী, আলী হোসেন, আ ব ম খোরশিদ আলম খান, সৈয়দ মুহাম্মদ আবু আজম, গোলাম কিবরিয়া আজহারী, হাসান আলআজহারী, আবদুল করিম সেলিম, মুফতি ইকবাল হোসেন আলকাদেরী, জি এম শাহাদাত হোসেন মানিক, এমরানুল ইসলাম, হাবিবুল মোস্তাফা সিদ্দিকী, সরওয়ার উদ্দীন চৌধুরী, আবদুল্লাহ আল জাবের, কাজী মুহাম্মদ আরাফাত, নূর রায়হান চৌধুরী, সৈয়দ সালাউদ্দিন খোকন, বদরুল হুদা তারেক, ওসমান গনি কাদেরী, মহিউদ্দিন তানভীর, সাইফুল ইসলাম, মুহাম্মদ মিনহাজুল আবেদীন, আবরার উল্লাহ সাদমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধসাংবাদিক ওবায়দুল হকের ৮ম মৃত্যুবার্ষিকী আজ