ক্বণন’র আবৃত্তি কর্মশালার নিবন্ধন কাল

| বৃহস্পতিবার , ২০ জুলাই, ২০২৩ at ১০:২১ পূর্বাহ্ণ

আগামীকাল থেকে ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গনের ৭৪ তম শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি শিক্ষণ কর্মশালার নিবন্ধন কার্যক্রম অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকাল ৪টা থেকে ৬ টার মধ্যে চেরাগী পাহাড়স্থ দৈনিক আজাদী মিলনায়তনে (৪ তলা) কর্মশালার নিবন্ধন সম্পন্ন করতে হবে।

অনুষ্ঠেয় ক্বণন’র আবৃত্তি শিক্ষণ কর্মশালায় শুদ্ধ উচ্চারণ, কবিতা বোঝা, আবৃত্তি, কণ্ঠশীলন, স্বরমাধুর্য বৃদ্ধি, মাইক্রোফোনের ব্যবহার, অনুষ্ঠান ঘোষণা ও উপস্থাপনা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। আগ্রহী শিক্ষার্থীদের আজ শুক্রবার বিকাল ৪ টা থেকে ৬ টার মধ্যে চেরাগী পাহাড়স্থ দৈনিক আজাদী মিলনায়তনে (৪ তলা) উপস্থিত হয়ে ফরম সংগ্রহ ও জমা দিয়ে কর্মশালায় অন্তর্ভুক্ত হতে অনুরোধ করা হয়েছে। প্রয়োজনীয় তথ্য জানার জন্যে ০১৮৬৫৩৫০২০৬, ০১৬১৩৭৫৯১২৬, ০১৭১০৮৪০২৫২ ও ০১৭৯৩০৯৭২৬৩ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাবেক লায়ন্স জেলা গভর্নর শফিউর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধমেরিনার্স সড়কে পার্ক নির্মাণের দাবিতে মানববন্ধন