নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্লাজায় আহলে বায়তে রাসুলের স্মরণে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ঐতিহাসিক আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল। দশদিন ব্যাপী ৩৮তম মাহফিলে বিশ্ব বরেণ্য ইসলামিক স্কলার, পীর মাশায়েখ আহলে বায়তে রসুলের মান–মর্যাদা নিয়ে আলোচনা করবেন। মাহফিলের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভারত থেকে আসছেন বিশ্বখ্যাত আলেমেদীন ইসলামী বক্তা গাজীয়ে মিল্লাত আল্লামা সৈয়দ হাশেমী মিয়া আশরাফী (ম.জি.আ)। প্রথম দিবসে মাহফিলে তিনি প্রধান বক্তা থাকবেন। শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান সুফি মোহম্মদ মিজানুর রহমান আহলে বায়তের শানে ১ থেকে ১০ মহররম পর্যন্ত মাহফিল সফল করতে সকল নবী প্রেমিকদের উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।