ভুল নম্বরে যাওয়া টাকা উদ্ধার করে দিল বাঁশখালী পুলিশ

বাঁশখালী প্রতি‌নি‌ধি | বুধবার , ১৯ জুলাই, ২০২৩ at ১১:৩৭ অপরাহ্ণ

নিজের মোবাইল নম্বর হতে অন্য একটি নম্বরে টাকা পাঠানোর সময় অসাবধানতাবশত সেই টাকা চলে যায় ভুল নম্ব‌রে।

তবে ভুল নম্বরে চ‌লে যাওয়া‌ ৭২ হাজার ৯৪০ টাকা বাঁশখালী থানা পু‌লি‌শের সহ‌যো‌গিতায় ফি‌রে পে‌য়েছেন বাঁশখালীর চাম্বল ইউনিয়নের মোহাম্মদ আবদুর রশিদ। এজন্য তিনি থানায় একটি জিডি করেছিলেন।

আজ বুধবার (১৯ জুলাই) রা‌তে টাকাগু‌লো আবদুর রশিদের হাতে তু‌লে দেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি)‌ মো. কামাল উ‌দ্দিন ও জি‌ডির তদন্তকা‌রী এএসআই মো. নোমান সহ দা‌য়িত্বশীল অন্যরা।

থানায় করা জি‌ডি ও তদন্তকা‌রী সূত্রে জানা যায়, চাম্ব‌লের ব্যবসায়ী মোহাম্মদ আবদুর রশিদ গত ১৫ জুলাই তার মোবাইল ফোন থেকে অন্য একটি ফোনে টাকা পাঠানোর সময় ভুলবশত সেই টাকা আরেকটি নম্বরে চলে যায়। পরবর্তীতে তিনি থানায় একটি জিডি করেন।

উক্ত জিডির তদন্তকারী কর্মকর্তা থানার এএসআই মো. নোমান তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে পারেন যে উক্ত টাকা নেত্রকোনা জেলার বারহাট্টা থানা এলাকায় চলে গেছে। প‌রে সেই টাকা উদ্ধার ক‌রে বুধবার রা‌তে ফি‌রি‌য়ে দেওয়া হয়।

টাকা ফি‌রে পে‌য়ে মোহাম্মদ আবদুর রশিদ থানা পু‌লি‌শের প্রতি কৃতজ্ঞতা জানান।

পূর্ববর্তী নিবন্ধদেশের ইতিহাসে প্রথম অ্যাভাটার খবর পড়ল চ্যানেল টোয়েন্টিফোরে
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে ৭০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা