রাঙ্গুনিয়ার সরফভাটায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ১৯ জুলাই, ২০২৩ at ১১:০৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের খেলা শুরু হয়েছে। উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় অবস্থানরত দেড়শ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা বঙ্গবন্ধু গোল্ডকাপে এবং ছাত্রীরা বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। এর অংশ হিসেবে উপজেলার সরফভাটা ইউনিয়নে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা সরফভাটা খেলার মাঠে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে ভূমিরখীল সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫৩ গোলে বড়খোলা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হয় ভূমিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারা ২০ গোলে সিপাহি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরফভাটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলম। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রবীর কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অনন্ত চৌধুরী, মো. হোসেন, শিক্ষক রঞ্জন বড়ুয়া, ইউপি সদস্য রফিকুল ইসলাম তালুকদার, আব্দুল মোনাফ, মোহাম্মদ সেলিম, স্কুল শিক্ষক মো. আলমগীর, এমজাদ হোসেন, আবু বক্কর, নবীর হোসেন, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ, অহিদুজ্জামান সহ স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী বলেন, ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে চ্যাম্পিয়ন ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা সহ মোট ১৬টি দল নিয়ে উপজেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে এই খেলা শেষ হবে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের সূচি ঘোষণা
পরবর্তী নিবন্ধগ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে কানাডা গেলেন লিটন দাশ