চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পানিসম্পদ কৌশল বিভাগে অত্যাধুনিক ‘ইরিগেশন ল্যাব’ চালু করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পানিসম্পদ কৌশল বিভাগের সেমিনার কক্ষে ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
এতে বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া। এতে সভাপতিত্ব করেন পানিসম্পদ কৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার। এ সময় পানিসম্পদ কৌশল বিভাগের শিক্ষকমণ্ডলী ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ, সেন্টার চেয়ারম্যান ও অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












