এসডিজি ইয়ুথ ফোরামের সপ্তাহব্যাপী ‘চলো গড়ি সবুজ পৃথিবী’ শীর্ষক ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পপতি লায়ন মোহাম্মদ ইমরান বলেছেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সবুজায়িত দেশ গড়তে ব্যাপক বৃক্ষরোপণ ও পরিচর্যায় সক্রিয় হতে হবে সবাইকে।
তিনি বলেন, পরিবেশের সাথে মানুষের সহাবস্থান নিশ্চিত করতে কার্যকর পরিকল্পনা প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য একটি পৃথিবী গড়তে সরকারের পাশাপাশি দেশের সর্বস্তরের মানুষকেও সচেতনতার সাথে এগিয়ে আসতে হবে।
এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ড. মুহাম্মদ কামাল উদ্দিন, সমাজকর্মী নেছার আহমেদ খান, ব্যবসায়ী সারতাজ এম ইমরান। অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তা লায়ন এম এ হোসেন বাদল, যুব সংগঠক হাসান ফয়সাল, মুন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ফয়সাল মুন, পূর্বাশার আলোর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম সিকদার, চট্টগ্রাম মহানগর সভাপতি আবদুল্লাহ আল হারুন, দক্ষিণ জেলা সভাপতি মোহাম্মদ সেলিম, সহসভাপতি মোহাম্মদ আবু সাঈদ, মোহাম্মদ আলি আজম, মোহাম্মদ বাদশা, এমআরটি ক্লাবের সভাপতি রায়হান ইসমাইল, এমআরটি ক্লাবের সাধারণ সম্পাদক এহতেশামুল হক, লাল সবুজ সোসাইটির যুগ্ম সম্পাদক আবরারুল করিম নিহাল, এক টাকায় বৃক্ষরোপণের সভাপতি শেখ আবদুল্লাহ ইয়াসিন, মুহাম্মদ শামীমুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ মোবারক হোসাইন, মুহাম্মদ ইয়াছিন ফরহাদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












