কুসংস্কার

মুশফিকা আকতার (৩২,৩৩২) | বুধবার , ১৯ জুলাই, ২০২৩ at ১০:৩৮ পূর্বাহ্ণ

যাত্রা নাকি অশুভ হয়

দেখলে ঝাড়ু পথে,

কাড়ি কাড়ি টাকা আসে

চুলকালে ডান হাতে।

ভাঙা আয়নায় মুখ দেখা

মুরুব্বিদের মানা,

চোখ থাকতে আমরা আজও

কুসংস্কারে কানা।

সত্য নিয়ে এগিয়ে যাবো

সবার একই সুর,

আধুনিক এই পৃথিবীতে

কুসংস্কার হবে দূর।

পূর্ববর্তী নিবন্ধমায়ের নামে নালিশ
পরবর্তী নিবন্ধপাখি