আনোয়ারায় ইসলামী ফ্রন্টের পাল্টাপাল্টি সম্মেলন, উত্তেজনা

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ১৯ জুলাই, ২০২৩ at ১০:২২ পূর্বাহ্ণ

আনোয়ারায় পাল্টাপাল্টি কমিটি গঠন ও কাউন্সিল আহ্বানকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের দুটি পক্ষ। গতকাল মঙ্গলবার চৌমুহনী এলাকার কাউন্সিলে একটি পক্ষ কমিটি ঘোষণার পর অপর পক্ষ আগামী শুক্রবার উপজেলা সদরের জলিল মিলনায়তনে কাউন্সিল আহ্বান করেছে। পাল্টাপাল্টি সভা আহ্বানে উপজেলার বিভিন্ন এলাকায় দলটির সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এমএ মাবুদ জানান, উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠন নিয়ে দুই বছর ধরে দলের দুটি পক্ষে বিরোধ চলছিল। সর্বশেষ গত সপ্তাহে এক বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী ২১ জুলাই সমঝোতার ভিত্তিতে কমিটি ঘোষণা হবে। তার আগেই দলের চেয়ারম্যান এমএ মতিনের নাম ব্যবহার করে একটি পক্ষ তড়িঘড়ি করে কমিটি ঘোষণা করায় বিবাদ বেড়েছে। কমিটি ঘোষণাকারীদের মাঠ পর্যায়ে জনসম্পৃক্ততা নেই। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেয়া হবে।

ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান এমএ মতিনের গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার বরুমচড়া গ্রামে। গত সংসদ নির্বাচনে এই আসনে তিনি মোমবাতি প্রতীকে প্রার্থী হয়েছিলেন। নিজের এলাকায় বিরোধ প্রসঙ্গে তিনি বলেন, সংগঠনের দক্ষিণ জেলা কমিটির নির্দেশনায় আনোয়ারায় উপজেলা সম্মেলন হচ্ছে। এতে চেয়ারম্যানের কোনো হস্তক্ষেপ ছিল না।

দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক আলী হোসাইন বলেন, কেন্দ্রীয় চেয়ারম্যানকে ভুল বুঝিয়ে একটি পক্ষ কমিটি ঘোষণা করেছে। এতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

উপজেলা কমিটির একাংশের সভাপতি নুরুল আলম জানান, কিছু নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় চেয়ারম্যানকে নিয়ে লেখালেখি করায় তিনি নাখোশ হয়েছেন। এ কারণে দ্রুততার সাথে কাউন্সিল ডেকে কমিটি ঘোষণা করা হয়েছে।

অপরপক্ষের নেতা মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, দলের চেয়ারম্যান সবার অভিভাবক। কেউ বিভ্রান্তির মাধ্যমে এলাকায় উত্তেজনা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে।

পূর্ববর্তী নিবন্ধজমি নিয়ে বিরোধে কবরে শুয়ে শাশুড়ির দাফনে বাধা পুত্রবধূর
পরবর্তী নিবন্ধনিষিদ্ধ সময়ে ধরা ২ হাজার কেজি ইলিশ জব্দ