মানুষ সবসময় পরিপাটি থাকতে পছন্দ করে, কিন্তু কিছু মানুষ এর পরিপন্থী। পথ যতটাই সুন্দর হবে ঠিক ততটাই তার চারপাশটা পরিপূর্ণ হয়ে ওঠবে। একটি আবাসিক এলাকার মেঠোপথ কিংবা রাস্তা যদি ধ্বংসকূপের মত হয়ে থাকে, সেখানে কখনোই সৌন্দর্যের পরিপূর্ণতা থাকবে না। পাইপলাইনের ত্রুটি, বৃক্ষনিধন এসবের কারণ দেখিয়ে বছরে হুটহাট করেই রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ চলতে থাকে। ফলে নিখুঁত রাস্তাগুলি যেনো হয়ে পড়ে কোন প্রাচীরের ধ্বংসাবশেষ। পরবর্তীতে সংস্করণের আশ্বাস দেয়া হলেও ওয়াসা কর্তৃপক্ষ হতে কিছু নির্দিষ্ট সংখ্যক লোক খোড়াখুড়ির সেই রাস্তার উপর অস্থায়ী পিচ ঢালাই দিয়ে তাদের কাজ সমাপ্ত করে, কখনো কখনো তারা সেখানে মাটি চাপা দিয়ে চলে আসে। কিন্তু এত কিছুর পরেও ওয়াসার খোঁড়াখুঁড়ি কাজ কখনোই শেষ হয় না। এসবের মধ্য দিয়ে প্রতিনিয়ত গাড়ি চলাচলের পর রাস্তা ভঙ্গুর হয়ে যায়, ফলে বর্ষাকালে রাস্তায় পানি জমে পড়ে। দুর্ভোগে পড়তে হয় জনসাধারনের। গাড়ি, রিকশা কিংবা বড় যানবাহন উল্টে খাদে পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে অথবা ট্র্যাফিক জ্যামও হতে পারে। এভাবে দীর্ঘদিন পানির পাইপলাইনের কাজ অব্যাহত থাকলে, নগরবাসীরা ভোগান্তির মধ্যে পড়ে ঠিকভাবে হাঁটাচলা না করার মত সমস্যা ছাড়াও গ্রীষ্মকালে সেসব রাস্তায় ধুলাবালি উড়ার মতো ঘটনা ঘটে থাকে। এতে করে মানুষের শ্বাসকষ্ট,সর্দি–কাশির মতো নানা ধরনের রোগ হয়ে থাকে। ওয়াসা কর্তৃপক্ষের উচিত পানির পাইপ লাইনের দীর্ঘমেয়াদী কাজ সম্পন্ন করার পর রাস্তা সংস্করণের কাজ সুনিশ্চিত করা।
রাহাত শাহারিয়ার ফাহিম
শিক্ষার্থী,
ব্রিটিশ কাউন্সিল।