হাটহাজারীতে উল্টো পথে গাড়ি চালানোয় ২৩ হাজার টাকা জরিমানা

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ জুলাই, ২০২৩ at ৯:৩২ অপরাহ্ণ

হাটহাজারীতে উল্টো পথে গাড়ি চলাচল করে যানজট সৃষ্টির অভিযোগে ৮ মামলায় ২৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের মেখল ইউনিয়নের ইছাপুর ফয়েজিয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম।

এসময় উল্টো পথে চলাচল করে যানজট সৃষ্টিসহ দুর্ঘটনা ঘটার পরিবেশ সৃষ্টি করার অপরাধে ১৪টি সিএনজিচালিত অটোরিক্সা, ২টি মোটরসাইকেল, ১টি প্রাইভেট কার ও ১টি পিকআপের ড্রাইভারকে সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় ১৮টি মামলায় মোট ২৩ হাজার টাকা জরিমানা করা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম বলেন, “মহাসড়কে শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন ও নিরাপদ মহাসড়ক নিশ্চিতকরণে চট্টগ্রামের জেলা প্রশাসকের নির্দেশনায় প্রতিনিয়ত কাজ করছে উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় এই অভিযান।”

প্রয়োজনে অভিযান আরও কঠোরতর হবে এবং অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনের আগে বিএনপির গণ্ডগোল লাগানোর অপচেষ্টার সুযোগ দেয়া হবে না
পরবর্তী নিবন্ধকক্সবাজারে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ, তিনজন জীবিত উদ্ধার