এবার এশিয়া কাপ নিয়ে ভাবছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৮ জুলাই, ২০২৩ at ১০:৩৯ পূর্বাহ্ণ

আফগানিস্তানের বিপক্ষে একটি লড়াই শেষ হয়েছে। সামনে রয়েছে আরো দুটি। অবশ্য পরের দুটি আসরে যে শুধু আফগানিস্তানই প্রতিপক্ষ তা কিন্তু নয়। এই দুটি আসর অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। যার একটি এশিয়া কাপ। অপরটি বিশ্বকাপ। আফগানিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজটি ছিল টিটোয়েন্টি ফরম্যাটের। কিন্তু এশিয়া কাপ আর বিশ্বকাপ হয়ে ওয়ানডে ফরম্যাটে। তারপরও আফগানদের বিপক্ষে টিটোয়েন্টি সিরিজ জয়ের এই সাফল্য আগামী এশিয়া কাপ ও বিশ্বকাপের লড়াইয়ে বাংলাদেশের আত্মবিশ্বাসের বড় রসদ হবে বলে মনে করছেন সাকিব আল হাসান। যদিও যে সংস্করণে বাংলাদেশ সবচেয়ে ধারাবাহিক, যেখানে সবচেয়ে বেশি আশা, সেই ওয়ানডেতেই এবার আফগানদের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ। যেখানে চ্যালেঞ্জ মনে করা হয়েছিল তুলনামূলক অনেক বেশি কঠিন, সেই টিটোয়েন্টিতে ধরা দিয়েছে সাফল্য।

সামনে এশিয়া কাপে বাংলাদেশ ও আফগানিস্তান আছে একই গ্রুপে। লড়াই হবে সেখানেও। এরপর বিশ্বকাপেও নিজেদের প্রথম ম্যাচে ধর্মশালায় মুখোমুখি হবে এই দুদল। বাংলাদেশের ওয়ানডে ও টিটোয়েন্টি দলের সদস্যরা প্রায় একই। এই টিটোয়েন্টি সিরিজ জয়ী দলের অনেকেই থাকবেন এশিয়া কাপ ও বিশ্বকাপ দলেও। সাকিবের মতে, এই সিরিজ জয়ের সুবাস সামনের বড় দুই আসরেও আফগানিস্তানের বিপক্ষে চাঙা রাখবে বাংলাদেশ দলকে। যেহেতু এশিয়া কাপে আমরা তাদের মুখোমুখি হব, বিশ্বকাপে প্রথম ম্যাচে ওদের সঙ্গে খেলব। এই আত্মবিশ্বাসটুকু নিয়ে যেতে পারলে আমাদের জন্যই ভালো হবে। ওয়ানডে দলকে নিয়েও আশাবাদি সাকিব। সামনের দুটি বড় টুর্নামেন্টের জন্য এখন তাই ওয়ানডেতে প্রস্তুতি নিতে চান সাকিব। যদিও বাংলাদেশের লম্বা সময় আর কোন টিটোয়েন্টি সিরিজ নেই। তাই এই সময়ে টিটোয়েন্টির রেশটা যেন হারিয়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে বললেন সাকিব। এখন আপাতত চিন্তা চেতনায় এশিয়া কাপ এবং বিশ্বকাপ।

পূর্ববর্তী নিবন্ধদ. আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল টাইগার যুবারা
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৫.২৯ কোটি টাকা