বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগর ও ঐতিহ্যবাহী সংগঠন পূর্বাশার আলোর মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। নগরীর কে.বি কনভেনশন সেন্টার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত খেলায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলাকে ৪–২ গোলে পরাজিত করে পূর্বাশার আলো জয়লাভ করে। গতকাল সন্ধ্যায় সংগঠনের প্রতিষ্ঠাতা আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম সিকদারের সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন কাউন্সিলর ও সংগঠনের উপদেষ্টা চৌধুরী হাসান মাহমুদ হাসনী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য বোরহান উদ্দিন মো. এমরান। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রফি তুলে দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুরসহ অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আলম ববি, ইঞ্জিনিয়ার সৈয়দ মোরশেদ উল্লাহ, ইলিয়াছ জাফর, ইঞ্জিনিয়ার ফারুক চৌধুরী, ইঞ্জিনিয়ার মো. রাশেদ, মো. জামিল উদ্দিন, সায়েম কবির, আজগর হোসেন, মো. নাছের. আবু বক্কর চৌধুরী পারভেজ, মো. সেলিম, সাইফুদ্দিন খালেদ, জয়নাল আবেদীন, আবু জুবাইর রিয়াজ, এডভোকেট প্রবাল শীল, আকতার হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।