শ্রাবণে কবিতার আড্ডা

| মঙ্গলবার , ১৮ জুলাই, ২০২৩ at ১০:২৪ পূর্বাহ্ণ

প্রমা’র আবৃত্তি সংগঠনের আয়োজনে গতকাল চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে বর্ষার গান, কবিতাপাঠ, আবৃত্তি ও আড্ডা নিয়ে অনুষ্ঠান ‘শ্রাবণে কবিতার আড্ডা’ এর ১৬তম পর্ব অনুষ্ঠিত হয়। এটিএম সাইফুর রহমানের সঞ্চালনায় আমন্ত্রিত শিল্পী হিসেবে সংগীত পরিবেশন শ্রেয়সী রায়, মিসকাতুল মমতাজ মুমু, শুভ্রতা দাশ, তামান্না ইসলাম, রোজী বিশ্বাস। কবিকন্ঠে কবিতা পাঠ করেন কবি ওমর কায়সার, কবি কামরুল হাসান বাদল, কবি আক্তার হোসাইন, কবি আক্তারী ইসলাম। আমন্ত্রিত আবৃত্তিশিল্পী হিসেবে আবৃত্তি পরিবেশন করেন মিশফাক রাসেল, হাসান জাহাঙ্গীর, সেলিম রেজা সাগর, তাসকিয়া তুন নূর তানিয়া, এহতেশামুল হক, পলি ঘোষ, পূজয়িতা দত্ত, সুজয় দে, মৈত্রী দে, প্রমা’র আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, জেরিন মিলি, মোহিত বিশ্বাস, মঞ্জুর মুন্না, রুনা চৌধুরী, এটিএম সাইফুর রাহমান, আচরারুল হক, মৌসুমী চক্রবর্ত্তী, সালমা জাহান, হৈমন্তী শুক্লা মল্লিক, তৃষিতা চৌধুরী, রুপা সেন গুপ্তা, পার্থ প্রতিম মহাজন, কলি দাশ, অর্পিতা বড়ুয়া, চৈতী কুন্ডু, বৈশাখী বড়ুয়া, তপতী মজুমদার, মনিষা ধর, আফরিন নিগার পুষ্প। শেষে প্রমার আবৃত্তিশিল্পী এবং শিশু বিভাগের পরিবেশনায় বৃন্দ আবৃত্তি পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রয়াত স্ত্রীকে নিয়ে অনুরূপ আইচের গান
পরবর্তী নিবন্ধদর্শক সাড়া পেয়ে কৃতজ্ঞ জয়া