জনপ্রিয় গীতিকবি অনুরূপ আইচ প্রয়াত স্ত্রীকে স্মরণ করে একটি গান লিখেছেন। গানের শিরোনাম ‘জোনাকি যারে উড়িয়া’। আর এ গানটিতে কন্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা সৈয়দ আশিক। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই। আশিক গ্যালারি নামের ইউটিউব চ্যানেলে গানটি শোনা যাচ্ছে। অনুরূপ আইচ বলেন, আমার গানটি এসময় রিলিজ পাওয়ায় অন্যরকম একটা অনুভূতি কাজ করছে আমার মধ্যে। কারণ, ২৮ জুলাই আমার স্ত্রী মরহুমা শাহিদা আইচ নূশার তৃতীয় মৃত্যুবার্ষিকী। তার মৃত্যু নিয়ে লেখা গানটি খুব সুন্দর গেয়েছেন সৈয়দ আশিক। গান যে একবার শুনবে, তার মনে দাগ কাটবে বলেই বিশ্বাস। শিল্পী সৈয়দ আশিক জানান, অনুরূপ আইচের গান গাইবার স্বপ্ন ছিল। তবে আমি জানতাম না, অনুরূপ আইচ আমার গায়কী খুব পছন্দ করেন। তিনি একদিন আমাকে তার গান করার প্রস্তাব দেন। তারপর আমরা দুজন মিলে দীর্ঘদিন ধরে একটা গান বানাই। সেই গানটিই হলো ‘জোনাকি যারে উড়িয়া’। আর গানটি তিনি লিখেছিলেন তার মরহুমা স্ত্রীকে নিয়ে। আশাকরি, আমার গানের সকল শ্রোতা ও ভক্তদের কাছে গানটি বেশ ভালো লাগবে।











