হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল আলম জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছেন। উপজেলা পর্যায়ে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন তিনি।
হাটহাজারীর সকল সাধারণ মানুষের প্রতি এ পুরস্কার উৎসর্গ করেছেন ইউএনও শাহিদুল আলম। গত রবিবার জেলা সমন্বয় সভায় সকলের উপস্থিততে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান তার হাতে পুরুস্কার তুলে দেন।