ডেঙ্গুতে আক্রান্ত বেশি পুরুষ, মৃত্যু বেশি নারীর

| মঙ্গলবার , ১৮ জুলাই, ২০২৩ at ৬:৪২ পূর্বাহ্ণ

এ বছর বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে পুরুষের সংখ্যা নারীদের চেয়ে বেশি হলেও মারা গেছেন বেশি নারীরা। আক্রান্ত এবং মৃত্যু দুটোই বেশি হচ্ছে ১৮ থেকে ৪০ বছর বয়সীরা। বছরের শুরু থেকে গতকাল সোমবার পর্যন্ত সারাদেশে এডিসবাহিত এই রোগে আক্রান্ত হয়ে ২২ হাজার ৪৬৭ জনকে হাসপাতালে যেতে হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যাচ্ছে, এই রোগীদের মধ্যে মধ্যে পুরুষ ১৪ হাজার ১৬৪ জন। আর নারী ৮ হাজার ৩০৩ জন। মোট ভর্তি রোগীর শতকরা ৬৩ দশমিক ০৪ শতাংশ পুরুষ। এই রোগীদের মধ্যে ঢাকায় যে ১৪ হাজার ৬৯৭ জন, তার মধ্যেও নারীর চেয়ে পুরুষের সংখ্যা বেশি। পুরুষ ৮ হাজার ৭৮৭ জন এবং নারী ৫ হাজার ৯১০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে আরও দেখা যায়, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে প্রায় অর্ধেকের বয়সই ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্নস্থানে বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধপিজিসিবি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির স্মরণসভা