হিফজুল কুরআন প্রতিযোগিতার ১ম দিনের বাছাই পর্ব সম্পন্ন

| মঙ্গলবার , ১৮ জুলাই, ২০২৩ at ৬:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে হিফজুল কুরআন প্রতিযোগিতা গতকাল সোমবার সাতকানিয়া কেরানিহাটে স্থানীয় একটি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। দাতব্য সংস্থা জলিলজাহান ফাউন্ডেশনের উদ্যোগে ২ দিনব্যাপী এই প্রতিযোগিতা উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী। কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বলেছেন, জলিলজাহান ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে আমার একটি স্বপ্ন ছিল একটি কুরআন প্রতিযোগিতার আয়োজন করার। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। তিনি আরো বলেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি বিগত দিনে এতিম অসহায় ও গরিব মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে আসছি, যা আগামী দিনে অব্যাহত থাকবে। উদ্বোধন পর্বের পর সকাল সাড়ে আটটায় প্রতিযোগিতার বাছাই পর্ব শুরু হয়। প্রথম দিনের বাছাই পর্বের ফলাফল ঘোষণা করা হয়। প্রথম দিনে বাছাই পর্বে প্রায় দুই শতাধিক মাদ্রাসার সাত শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। বাছাই পর্ব ফলাফল ঘোষণার পর মোনাজাত পরিচালনা করেন আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ। আজ মঙ্গলবার প্রতিযোগিতার ২য় পর্ব অনুষ্ঠিত হবে। যেখান থেকে ২৪ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বের জন্য মনোনীত করা হবে। চূড়ান্ত পর্বটি ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশে প্রায়োগিক সাক্ষরতার হার ৬২.৯২ শতাংশ
পরবর্তী নিবন্ধবিভিন্নস্থানে বৃক্ষরোপণ কর্মসূচি