দেশে প্রায়োগিক সাক্ষরতার হার ৬২.৯২ শতাংশ

| মঙ্গলবার , ১৮ জুলাই, ২০২৩ at ৬:৪১ পূর্বাহ্ণ

দেশে প্রায়োগিক স্বাক্ষরতা রয়েছে এমন নাগরিকের সংখ্যা এখন ৬২ দশমিক ৯২ শতাংশ; যারা পড়তে ও লিখতে পারার পাশাপাশি বুঝতে ও গণনা করতে পারেন। প্রথমবারের মতো সাত বছর বা এর চেয়ে বেশি বয়সী নাগরিকদের ওপর ‘প্রায়োগিক স্বাক্ষরতা নিরূপণ জরিপ ২০২৩’ এ এ তথ্য উঠে এসেছে। গতকাল সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত এ জরিপের ফলাফল প্রকাশ করা হয়। এতে দেখা যায় প্রায়োগিক স্বাক্ষরতা সম্পন্নদের মধ্যে পুরুষের হার বেশি। সাত বছরের মধ্যে বেশি বয়সীদের মধ্যে ৬৩ দশমিক ৯৭ শতাংশ পুরুষ ও ৬১ দশমিক ৬৬ শতাংশ নারী। সাক্ষরতার হারের দিক থেকে পল্লি এলাকার চেয়ে অনেক এগিয়ে শহরের বাসিন্দারা; গ্রাম এলাকায় এ হার ৫৮.৮৬ শতাংশ এবং শহরে ৭১ দশমিক ৯৮ শতাংশ। খবর বিডিনিউজের।

গতকাল সোমবার ঢাকার আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবন সম্মেলন কক্ষে জরিপের ফলাফলের মোড়ক উন্মোচন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এসময় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত উপস্থিত ছিলেন। জরিপ প্রকল্পের পরিচালক মোস্তফা আশরাফুজ্জামান বলেন, পড়তে ও বুঝতে পারা, মৌখিক ও লিখিতভাবে বিভিন্ন বিষয় ব্যাখ্যা করতে পারা, যোগাযোগ স্থাপন করতে পারা এবং গণনা করতে পারাকে প্রায়োগিক সাক্ষরতা হিসেবে ধরা হয়ে থাকে।

পূর্ববর্তী নিবন্ধহিজরি নববর্ষ উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ
পরবর্তী নিবন্ধহিফজুল কুরআন প্রতিযোগিতার ১ম দিনের বাছাই পর্ব সম্পন্ন