বাঁশখালী ও কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকালে বাঁশখালীর গন্ডামারা ও কুতুবদিয়ার আলী আকবর ডেইল এলাকায় পৃথক এ মৃত্যুর ঘটনা ঘটে। এছাড়া একইদিন রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে এক স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে।
বাঁশখালী প্রতিনিধি জানান, উপজেলার গন্ডামারায় পানিতে পড়ে আব্দুল্লাহ আল নোমান (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বিকালে ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এর দক্ষিণ গন্ডামারা মুয়াজ্জিন বাড়িতে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ আল নোমান ওই এলাকার মো. ফরিদের একমাত্র সন্তান। জানা যায়, স্থানীয় দিদারিয়া মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল নোমান বাড়ির পাশে পুকুরে পড়ে গেলে তলিয়ে যায়। স্থানীয়রা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কক্সবাজার প্রতিনিধি জানান, কুতুবদিয়া উপজেলায় পানিতে ডুবে সাফা নামে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের পুতিন্নার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু সাফা ওই এলাকার জাহাঙ্গীর আলমের কন্যা। স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে বাড়ি ওঠোনে খেলা করার সময় শিশুটি পরিবারের সদস্যদের অগোচরে পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। পরে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, পুকুরে গোসল করতে নেমে এক স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল ১১টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ইছাখালী নাকায়ারঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম জাহিদুর ইসলাম মিনার (১৪)। তিনি ইছাখালী আদর্শগ্রাম এলাকার মো. জমির সওদাগরের ছেলে এবং ঘাটচেক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে স্থানীয় পৌর কাউন্সিলর জসিম উদ্দিন শাহ বলেন, মিনার তার বন্ধুদের সাথে তার গ্রামের পাশ্ববর্তী নাকায়ারঘোনা এলাকায় ঘুরতে গিয়েছিলো। সেখানে মঙ্গলারপুকুর নামে একটি পুকুরে সে একা গোসল করতে নামে। একপর্যায়ে তাকে তলিয়ে যেতে দেখে তার অন্য বন্ধুরা এগিয়ে গেলেও তাকে বাঁচাতে পারেনি। পরে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।