বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের সাহেবের হাট সংলগ্ন পাহাড়ি জঙ্গলে আনুমানিক ১০/১২ ফুট লম্বা একটি সোনালী অজগর বন বিভাগের সহায়তায় উদ্ধার করা হয়।
সোমবার (১৭ জুলাই) রাতে স্থানীয় জনগণ দেখতে পেয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করলে তা বনবিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় উদ্ধার করা হয়।
পরে রাতেই অজগরটি বাঁশখালী ইকোপার্কে অবমুক্ত করা হয় বলে নিশ্চিত করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।
তিনি অজগরটি উদ্ধার ও অবমুক্তকালে সেখানে ছিলেন বলে বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান।












