হিরো আলমকে মারধরের ঘটনায় আটক ৪

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১৮ জুলাই, ২০২৩ at ১২:২৭ পূর্বাহ্ণ

রাজধানী ঢাকার বনানীতে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মারধরের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

এছাড়া ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনকে আটকে পুলিশের অভিযান চলছে।

সোমবার (১৭ জুলাই) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হিরো আলমকে মারধরের ঘটনায় এই পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আরও কয়েকজনকে ধরতে পুলিশের অভিযান চলছে।

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে রাস্তায় ফেলে পিটিয়েছে দুর্বৃত্তরা। হামলাকারীদের গলায় নৌকা প্রতীকের কার্ড ঝুলতে দেখা গেছে।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোট চলাকালে রাজধানীর বনানী এলাকায় তাকে বেধড়ক মারধর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে সোনালী অজগর উদ্ধার, ইকোপার্কে অবমুক্ত
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা