বাঁশখালীতে খেলাচ্ছলে পা‌নি‌তে প‌ড়ে শিশুর মৃত্যু

বাঁশখালী প্রতি‌নি‌ধি | সোমবার , ১৭ জুলাই, ২০২৩ at ৯:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রা‌মের বাঁশখালীর গণ্ডামারায় পা‌নি‌তে প‌ড়ে আব্দুল্লাহ আল নোমান (১০) না‌মে এক শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে। আজ সোমবার (১৭ জুলাই) বিকা‌লে পা‌নি‌তে প‌ড়ে মারা যাওয়া আব্দুল্লাহ আল নোমান দক্ষিণ গণ্ডামারা মুয়াজ্জিন বাড়ির মো. ফরিদের একমাত্র সন্তান।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গণ্ডামারা ইউ‌নিয়‌নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ গণ্ডামারা মুয়াজ্জিন বাড়ির মো. ফরিদের একমাত্র পুত্র স্থানীয় দিদা‌রিয়া মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল নোমান (১০) বা‌ড়ির পা‌শে পুকু‌রে খেলাচ্ছলে প‌ড়ে গে‌লে ত‌লি‌য়ে যায়। স্থানীয় লোকজন তা‌কে ডাক্তা‌রের কা‌ছে নি‌য়ে‌ গেলে ডাক্তার তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

স্থানীয় সমাজকর্মী মো. আলমগীর মাহফুজ বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে একমাত্র সন্তান‌কে হা‌রি‌য়ে তা‌দের প‌রিবা‌রে শো‌কের মাতম চল‌ছে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধবিদেশিদের কাছে অভিযোগ করবেন হিরো আলম
পরবর্তী নিবন্ধদোহাজারী পৌরসভার প্রথম পৌরপিতা হলেন নৌকার লোকমান হাকিম