ইউরোপের দক্ষিণ–পশ্চিম অংশের মতো যুক্তরাষ্ট্রেও এখন কোটি কোটি মানুষকে ভয়াবহ তাপপ্রবাহের সঙ্গে লড়তে হচ্ছে। রোববার দেশটির কিছু কিছু এলাকা রেকর্ড তাপমাত্রা দেখতে যাচ্ছে বলে আবহাওয়া পূর্বাভাসে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সামনের পুরো সপ্তাহ দক্ষিণ–পশ্চিমের রাজ্যগুলোতে বিপজ্জনক তাপপ্রবাহ চলতে পারে বলে সতর্কও করা হয়েছে। ফ্লোরিডা থেকে শুরু করে ক্যালিফোর্নিয়া, এমনকী ওয়াশিংটন রাজ্য পর্যন্ত সোয়া ১১ কোটি মানুষ, অর্থ্যাৎ যুক্তরাষ্ট্রের প্রতি তিনজনের একজন এখন তাপমাত্রাজনিত সতর্কতার আওতায় আছেন বলে জানিয়েছে বিবিসি। খবর বিডিনিউজের। বিপজ্জনক পরিস্থিতি নিয়ে হেলাফেলা না করতে জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে মার্কিন আবহাওয়া বিভাগ এনডব্লিউএস। শনিবার অ্যারিজোনার ফিনিক্সে ৪৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রেকর্ড রাখার পর থেকে সেখানে আর কখনোই তাপমাত্রা এতে ওঠেনি। শহরটি টানা ১৬ দিন ধরে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস বা এর উপরে দেখছে। সেখানকার মোবাইল ক্লিনিকগুলো গরমে ফোস্কা পড়া গৃহহীনদের চিকিৎসা করছে।