‘মেঘের সঙ্গে আড়ি’

| সোমবার , ১৭ জুলাই, ২০২৩ at ১০:১৩ পূর্বাহ্ণ

শ্রাবণ আসেনি তখনও, আষাঢ়ের শেষদিনে সেই মন মেঘের সঙ্গী হয়ে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমঝিম রিমঝিম রিমঝিম তালে গেয়ে উঠেছিল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত, বারকোড এর সহযোগিতায় ‘মেঘের সঙ্গে আড়ি’ অনুষ্ঠানে। আবৃত্তি ও গানের সমন্বয়ে আয়োজিত ‘মেঘের সাথে আড়ি’ শিরোনামে অনুষ্ঠানে আবৃত্তি করেন মিলি চৌধুরী, রফি উদ্দিন মাহমুদ, বনকুসুম বড়ুয়া নুপুর, সুমাইয়া ইসলাম ও ইতু দত্ত। সংগীত পরিবেশন করেন প্রিয়ম দাশ, তমা দেবী, শান্তনু দত্ত ও অমি দাশ। মাসুদ বকুলের গ্রন্থনা ও পরিচালনায়, কাজী আরফাতের গবেষনায় এবং বনকুসুম বড়ুয়া নুপুরের নিদের্শনায় পুরো আয়োজনটি উপস্থাপনা ও পরিকল্পনা করেন সাবের শাহ। অনুষ্ঠানের শুরুতেই প্রদ্বীপ জেলে পুরো আয়োজনের সূচনা করেন কবি ও সাংবাদিক ওমর কায়সার, কবি ওসাংবাদিক কমরুল হাসান বাদল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, শান্তঞ্জলি সংগীত নিকেতন এর প্রতিষ্ঠাতা পন্ডিত শ্যামল দত্ত, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা শামসুল তাবরিজ সনেট, ব্যাংকার রাশেদুল আমিন রাশেদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সংগঠক সাইফুল আলম খান,দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল ও সভাপতি সাইফ চৌধুরী। সাথে ছিলেন দৃষ্টি চট্টগ্রামের সহ সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক সাইফুদ্দিন মুন্না, যুগ্ম সম্পাদক কাজী আরফাত, সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার ও মিডিয়া এণ্ড কমিউনিকেশন সম্পাদক সাখাওয়াত হোসেন মজুমদার। আয়োজনের পৃষ্টপোষকতা ছিলেন বারকোড রেষ্টুরেন্ট এবং সহযোগিতায় সান এঙেসরিজ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅভিমান শিরোনামে নতুন গান নিয়ে ইতিহাস ব্যান্ড
পরবর্তী নিবন্ধবিয়ের ১৩ বছর পর একই পোশাকে সাজলেন তারা