গাছবাড়িয়া কলেজ ছাত্রলীগের মানববন্ধন

| সোমবার , ১৭ জুলাই, ২০২৩ at ৬:১৪ পূর্বাহ্ণ

চন্দনাইশস্থ গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজের মূল ফটক ও নামফলক সংস্কারসহ নতুন কলেজ গেইট নির্মাণের দাবিতে সর্বস্তরের শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন গতকাল রবিবার সকালে কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম বাবু, যুগ্ম আহ্বায়ক মো. সাফাতুন নূর চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক রিফাতুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক ইফতেখার উদ্দিন বাবলু, মো. আমজাদ, মো. আজাদ, আশু শীল, শহীদুল্লাহ, শামীমা ইয়াসমিন, নিপুন, জান্নাতুল নাঈমা প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, কলেজের মূল গেইট তিন বছর আগে ভাঙা হলেও এখনো নির্মাণ করা হয়নি। ঠিকাদার এক্ষেত্রে গড়িমসি করছে। এজন্য ছাত্রশিক্ষকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে কলেজের মূল গেইট নির্মাণের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় সন্ত্রাসী হামলায় আহত যুবলীগ নেতার মৃত্যু
পরবর্তী নিবন্ধছড়িয়ে দাও অক্সিজেন, বাঁচিয়ে দাও প্রাণ