মমতার বিডি রুরালওয়াশ প্রকল্পের ওরিয়েন্টেশন

| সোমবার , ১৭ জুলাই, ২০২৩ at ৬:১০ পূর্বাহ্ণ

বেসরকারি উন্নয়ন সংস্থা মমতার পরিচালনাধীন বাংলাদেশ রুরাল ওয়াটার, স্যানিটেশন এন্ড হাইজন ফর হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট (বিডি রুরাল ওয়াশ ফর এইচসিডি) প্রকল্পের উদ্যোগে গত শনিবার প্রধান কার্যালয়ের অডিটরিয়ামে মানব সম্পদ উন্নয়নে গ্রামীন পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থবিধি বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। পিকেএসএফের সহায়তায় পরিচালিত উক্ত প্রকল্পে নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশনের গুরুত্ব ও যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে আলোচনা করা হয়। মমতার প্রধান নির্বাহী রফিক আহামদের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক রোকনুজ্জামান ও বিডি রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্পের টেকনিক্যাল কন্সাল্টেন্ট মো. জাহিদ হোসেন। বক্তব্য রাখেন মমতার উপপ্রধান নির্বাহী মো. ফারুক, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার। উপস্থিত ছিলেন স্বপ্না তালুকদার, সুব্রত বড়ুয়া, ইকবাল আল মাহামুদ, নাহিদ ফারহানা, প্রিয়তোষ দাস প্রমুখ।

বক্তারা বলেন, অনগ্রসর গ্রামীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরাপদ পানি ব্যবহার, পয়:নিষ্কাশন সহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। রোগমুক্ত একটি সুন্দর পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে মমতা নির্দিষ্ট কর্মএলাকায় বিডি রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে লক্ষিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন তরান্বিত হবে।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআল্লামা তৈয়ব শাহ (রা.) ছিলেন সত্যানুসন্ধানী মানুষের আশ্রয়স্থল