অথবা তাদেরকে কাপড় দেওয়া অথবা একজন ক্রীতদাসকে মুক্ত করে দেওয়া। অতঃপর যে ব্যক্তি এসবের কোনটার সামর্থ্য রাখে না তার জন্য তিনদিনের রোজা রাখা।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৫:৮৯) সূরা মা–ইদাহ।
তিন ব্যক্তির ফরজ বা নফল কোন নামাজই কবুল হয় না– (১) পিতা–মাতার অবাধ্য সন্তান, (২) দানের বড়াইকারী, (৩) তকদীরের প্রতি অবিশ্বাসকারী।
– আল–হাদিস (হাকেম)
একজন পিতা একশত জন স্কুল শিক্ষকের চেয়ে ভালো।
– হার্বাট।