রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট(বিএসপিআই)-এর এক ছাত্র হোস্টেলের দ্বিতীয় তলা থেকে পড়ে মারাত্মক আহত হয়েছেন বলে জানা গেছে।
উন্নত চিকিৎসার ওই ছাত্রকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ রবিবার (১৬ জুলাই) দুপুর পৌনে ১২টার সময়। আহত ওই ছাত্রের নাম মো. সাদিকুর রহমান।
তিনি বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট-এর ৫ম পর্ব, ২য় শিফট, কম্পিউটার ডিপার্টমেন্টের ছাত্র ছিলেন বলে বিএসপিআই সূত্রে জানা গেছে।
জানা গেছে, সাদিকুর রহমান দ্বিতীয় তলা থেকে পড়ে আহত হওয়ার সাথে সাথে বিএসপিআই-এর অন্যান্য ছাত্ররা তাকে উদ্ধার করে দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।
সেখানে উপস্থিত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য সাদিকুর রহমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দিলে ছাত্ররা তাৎক্ষণিক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
বিএসপিআই-এর অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার জানান, তিনি দুপুর ১২টার সময় এক শিক্ষকের মাধ্যমে তার ইন্সটিটিউটের একজন ছাত্র দ্বিতীয় তোলা থেকে পড়ে আহত হন বলে শুনেছেন। ওই ছাত্র নিম পাতা সংগ্রহের জন্য দ্বিতীয় তলায় উঠেছিলেন। পড়ে আহত হওয়ার সাথে সাথে উপস্থিত ছাত্ররা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কাপ্তাই উপজেলা হাসপাতালে নিয়ে যায়।
বর্তমানে আহত ছাত্র সাদিকুর রহমান চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে অধ্যক্ষ জানান।
আহত ছাত্রের খোঁজখবর নেওয়া এবং তাকে দেখভাল করার জন্য ইন্সটিটিউট থেকে একজন শিক্ষককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন বলেও জানান অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার।