ইতালির ১৬ শহরে রেড অ্যালার্ট জারি

| রবিবার , ১৬ জুলাই, ২০২৩ at ১০:৩৪ পূর্বাহ্ণ

ইউরোপের দক্ষিণাঞ্চলে প্রচণ্ড তাপপ্রবাহ অব্যাহত থাকায় ইতালির ১৬টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রেড অ্যালার্টের আওতাভুক্ত এলাকায় সকাল ১১টা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে রোদের মধ্যে না বেরুতে, সূর্যের আলো এড়িয়ে চলতে এবং বয়স্ক বা দুর্বলদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের জন্য ইতালির রাজধানী রোম, ফ্লোরেন্স এবং বোলোগনাসহ পর্যটন হটস্পটগুলোতে এ সতর্কতা প্রযোজ্য হবে। চলতি সপ্তাহের শুরুতে, অতিরিক্ত গরমের কারণে উত্তর ইতালিতে চল্লিশোর্ধ্ব এক ব্যক্তি মারা যান। এছাড়া সার্বেরাস হিট ওয়েভ নামে হিটস্ট্রোকে আক্রান্ত হন বেশ কয়েকজন পর্যটক।

ইতালির আবহাওয়া সংস্থা এই হিটস্ট্রোককে দান্তের ইনফার্নোতে থাকা তিন মাথাওয়ালা দানবের নামানুসারে নামকরণ করেছে। পরিস্থিতি আরও চরমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া সংস্থাটি বলছে, আগামী সপ্তাহে আরেকটি তাপপ্রবাহের মধ্যে পড়বে ইউরোপ। এতে ইউরোপে এখন পর্যন্ত উষ্ণতম তাপমাত্রা ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড ছুঁয়ে ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে।

২০২১ সালের আগস্টে সিসিলিতে তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ডটি হয়।

পূর্ববর্তী নিবন্ধওমানকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশ
পরবর্তী নিবন্ধউত্তেজনা কমিয়ে ভারতের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক গড়তে আগ্রহী চীন