বাংলাদেশের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ ২–১ ব্যবধানে জিতেছে ভারত। এবার হবে দু’দেশের মেয়েদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আজ রোববার থেকে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচের এই সিরিজ। এই ফরম্যাটে পাঁচবারের দেখায় ভারতের বিপক্ষে জয়ের সুখস্মৃতি নেই। সবগুলো ম্যাচই হারতে হয়েছে বেশ বড় ব্যবধানে। সর্বশেষ বিশ্বকাপের ম্যাচে গত বছর হ্যামিল্টনে ১১০ রানে হারে বাংলাদেশের মেয়েরা। তবে আগের ম্যাচগুলোর দলের তুলনায় এবার ভালো অবস্থানে আছেন, এমন বিশ্বাস বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। গতকাল শনিবার মিরপুরে তিনি এ কথাই বলেন। ‘আমরা যদি ভুল কম করি, যদি গেম প্ল্যান অনুযায়ী খেলতে পারি। তবে ভালো ক্রিকেট আসবে।’ টি–টোয়েন্টির শেষ ম্যাচ এসেছে জয়। এই আত্মবিশ্বাসের সঙ্গে ঘরের মাঠে খেলা হওয়ায় আশাবাদী নিগার। সঙ্গে তার বিশ্বাস, ওয়ানডে ফরম্যাটে ভালো খেলেন তারা। জ্যোতি বলেন, ‘ আমরা এই সংস্করণটা ভালো খেলি। দল হিসেবে আমরা বেশি আত্মবিশ্বাসীও থাকি। কারণ সময়টা বেশি দেখা যায়। হিসেব কষে খেলা যায়। আর আমাদের যেহেতু লম্বা একটা ব্যাটিং লাইন–আপ আছে, সবাই সময় নিতে পছন্দ করে, সেটেল হয়ে খেলতে পছন্দ করে। ইতিবাচক ক্রিকেট খেলার মনোভাবই আমাদের সবার থাকবে।’ বাংলাদেশ অধিনায়ক জানান, ‘এ ম্যাচে বাংলাদেশকে ফেভারিট মনে করি কারণ ওদের বিপক্ষে শেষ ম্যাচটা আমরা জিতেছি। ফরম্যাট বদলে যাক অথবা যাই হোক, আমি আমাদের এগিয়ে রাখবো।’ এদিকে বাংলাদেশ নারী দলের হেড কোচ হাসান তিলকারাত্নে ভারতের বিপক্ষে সিরিজ জয় সম্ভব বলে মনে করছেন। তিনি বলেন, ‘যে কোনো কিছুই সম্ভব। কেন নয়? শেষ (টি–টোয়েন্টি) ম্যাচে আমাদের মেয়েরা কেমন খেলেছে, সবাই দেখেছে। হ্যাঁ আমরা সিরিজটি জিততে পারতাম। দুর্ভাগ্যবশত দ্বিতীয় ম্যাচটি শেষ করতে পারিনি। তবে তারা যেভাবে খেলছে, আমি শতভাগ নিশ্চিত যে, আমরা ইতিবাচক ফল নিয়ে আসতে পারব।’ হাসান বলেন, ‘মেয়েরা মানসিকভাবে প্রস্তুত। নিজেদের সামনে থাকা চ্যালেঞ্জ সম্পর্কে তারা সচেতন। এসব চ্যালেঞ্জের জবাব দেওয়ার জন্য নিজেদের তৈরি করছে তারা।’