হাটহাজারী খেলোয়াড় সমিতির উদ্যোগে আয়োজিত সমপ্রীতির বন্ধন ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় মনিরুল ইসলাম চৌধুরী একাদশ টাইব্রেকারে ৪–২ গোলে আলী আকবর জিন্নাহ একাদশকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়েছে। গত শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি মো. সোহেল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী পৌরসভার কাউন্সিলর যথাক্রমে মো. আজম উদ্দীন,মো. রফিক। উপস্থিত ছিলেন হাটহাজারী খেলোয়াড় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও আহ্বায়ক যথাক্রমে মনিরুল ইসলাম চৌধুরী ও আলী আকবর জিন্নাহ, জাফরুল আলম চৌধুরী, নিলু কুমার দাস, মো. জাফর, মো. রাশেদ, নুরুল ইসলাম খোকন, ইসমাইল জসিম ও ওসমান গনি, জসিম উদ্দীন বাবুল, সাহেদুল আজম, মো. কফিল উদ্দিন মুন্না, মো. মফিজ প্রমুখ।