সীতাকুণ্ডে সুরাঙ্গন খেলাঘর আসর আয়োজিত গান, কবিতা, কথামালায় পঞ্চকবিকে নিয়ে স্মরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলা সাহিত্যের পাঁচ প্রবাদ প্রতিম গীতিকার, সুরকার ও গায়ক কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায় ও অতুল প্রসাদ সেন স্মরণে এ আয়োজন। গত ১৪ জুলাই উপজেলা পরিষদ মিলনায়তনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন। এরপর আসরের সহ–সাধারণ সম্পাদক ঋক ভট্টাচার্যের সংগীত ও শেলী চৌধুরীর নৃত্য পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকে একক গান, নৃত্য, তবলা লহড়া ও দলীয় পরিবেশনা– হৃদয়ে পঞ্চকবি। কথা সাহিত্যিক দেবাশিস ভট্টাচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুন্নি সেনের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হয় পঞ্চকবির স্মরণে আলোচনা সভা। কবি বাসু দেব নাথের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. একিউএম সিরাজুল ইসলাম, সাংবাদিক এম. নাসিরুল হক, জয়ন্তি লালা, সুরাইয়া বাকের, আরিফুর রহমান, অজিত কুমার আইচ, কবি আশীষ সেন, মোরশেদুল আলম চৌধুরী, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, শোয়ায়েব মাহমুদ, ড. শামসুন্নাহার চৌধুরী, তপন মজুমদার, পরেশ দাশ গুপ্ত, মনোয়ার জাহান মনি, দ্বীপশিখা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রুবেল দাশ প্রিন্স প্রমুখ। অতিথিরা বিজয়ীদের হাতে ক্রেস্ট, বই ও সার্টিফিকেট তুলে দেয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়।