এক ফ্রেমে দেখা গেল অভিনয়ের দুই কিংবদন্তি ফেরদৌসী মজুমদার ও সুবর্ণা মুস্তাফাকে। বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে প্রয়াত নাট্যব্যক্তিত্ব আবদুল্লাহ আল–মামুনের জন্মদিন উদ্যাপন করে নাট্য সংগঠন ‘থিয়েটার’। বহুমাত্রিক শিল্পস্রষ্টা আবদুল্লাহ আল–মামুন থিয়েটার নাট্যদলের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন। এ অনুষ্ঠানের স্মারক বক্তৃতা দেন অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা। সেই অনুষ্ঠানে হাজির হন বরেণ্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদারও।
দুই অভিনেত্রীই স্মৃতিচারণ করেন আবদুল্লাহ আল মামুনকে নিয়ে। অনুষ্ঠানের ফাঁকে আড্ডায় মেতে ওঠেন বাংলাদেশের অভিনয়ের দুই উজ্জ্বলতর নক্ষত্র ফেরদৌসী মজুমদার ও সুবর্ণা মুস্তাফা। এসময় ‘সংশপ্তক’–নাটকের স্মৃতিচারণ করেন তারা। একফ্রেমে বন্দি হন দু’জন। পরে মূল মিলনায়তনে থিয়েটার প্রযোজিত ‘মেরাজ ফকিরের মা’–নাটকের মঞ্চায়ন হয়। এদিন নাটকটির ২০৫তম মঞ্চায়ন হয়। প্রয়াত আবদুল্লাহ আল–মামুন নাটকটির রচয়িতা এবং মঞ্চ নির্দেশনাও দিয়েছেন তিনি।