মীরসরাইয়ে প্রকল্প সোনাপাহাড়ের বৃক্ষরোপণ ও উদ্বুদ্ধকরণ উৎসব

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ১৬ জুলাই, ২০২৩ at ৬:১০ পূর্বাহ্ণ

মীরসরাইয়ের জোরারগঞ্জে প্রকল্প সোনাপাহাড় ও সোনাপাহাড় নিসর্গ সংরক্ষণ উদ্যোগের আয়োজনে প্রকল্প সোনাপাহাড়ের প্রীতিলতা মিলনায়তনে ‘প্রকৃতি সতীরে সাজিয়ে দাও’ শীর্ষক এক বৃক্ষরোপণ ও উদ্বুদ্ধকরণ উৎসব অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার কর্মসূচির উদ্বোধন করেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম মাস্টার। তাসকিন নূর ও প্রকল্প কর্মকর্তা পুলক পালের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বৃক্ষ বিশারদ মোকারম হোসেন, পাখি বিশারদ ইনাম আল হক। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সোনাপাহাড়ের প্রকল্প প্রধান আমজাদ হোসেন। বক্তব্য রাখেন কথাসাহিত্যিক ফারুক মঈনউদ্দিন, মোহাম্মদ ফজলুল হক। শেষে এক শোভাযাত্রা বের করা হয়। এসময় স্থানীয় জনসাধারণকে গাছ লাগানোয় উৎসাহিত করার লক্ষ্যে প্রায় ত্রিশটি গৃহস্থবাড়িতে ফলদ ও ওষুধি গাছ লাগানো হয়। শেষে শিশুদের জন্য পরিবেশ বিষয়ক চিত্রাঙ্কন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা পরিচালনা করেন চবি চারুকলা ইনষ্টিটিউটের সহযোগী অধ্যাপক শিল্পী সুব্রত দাশ, অধ্যক্ষ নুরুল আমিন, ৯নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মোশারফ হোসেন প্রমুখ। এতে স্থানীয় মস্তাননগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও রায়পুর কলোনী টিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধক্যাবের বাজার ভিত্তিক প্রচারণা শুরু ‘জীবন বাঁচাও, সিন্ডিকেট থামাও’
পরবর্তী নিবন্ধসাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকীতে উত্তর জেলা জাপার দোয়া মাহফিল