মাদরাসা শিক্ষা পার্থিব ও পরকালীন মুক্তির পথ দেখায়

ওয়াছিয়া আহমদিয়া মাদরাসার ম্যানেজিং কমিটির সভায় মেয়র

| রবিবার , ১৬ জুলাই, ২০২৩ at ৬:০৯ পূর্বাহ্ণ

ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসার ম্যানেজিং কমিটির সভা গতকাল শনিবার সকালে মাদরাসা মিলনায়তনে সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সিটি মেয়র বলেন, মাদরাসা শিক্ষায় পার্থিব ও পরকালীন মুক্তির পথ দেখায়। কুরআনহাদিসের জ্ঞান অর্জনের মাধ্যমে দেশ প্রেমিক নৈতিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক সৃষ্টি করতে হবে। আবহমান কাল থেকে উপমহাদেশে ইসলামের প্রচারপ্রসার ঘটেছে সুফিসাধক আউলিয়ায়ে কেরামদের মাধ্যমে। জ্ঞানের মূল শিকড় হলো, কুরআনহাদিস, আর কুরআন হাদিসের চর্চা কেন্দ্র হলো মাদরাসা শিক্ষা।

মাদরাসার উপাধ্যক্ষ কাজী মুফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেনঅধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ আবু ছালেহ্‌। উপস্থিত ছিলেন ওয়াছিয়া আহমদিয়া এতিমখানার সেক্রেটারী হাজি এয়ার মোহাম্মদ মুছা, বদরুল আলম, মোহাম্মদ সাদেক, বখতেয়ার উদ্দিন, হাফেজ মাওলানা আবু তৈয়ব, মাওলানা আমিরুল ইসলাম চৌধুরী, আবুল হোসাইন, মনিরুল হাসান, ইফফাৎ জাহান, রুমা আকতার, মাস্টার রেজাউল করিম, মাস্টার ইছমাঈল, মাস্টার হাসান ইমাম, গোলাম মুস্তফা, মাওলানা আবদুল বারী, শফিউল আলম, আবদুল করিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদোহাজারী পৌরসভার আশাতীত উন্নয়নে নৌকার বিকল্প নেই
পরবর্তী নিবন্ধসঙ্গীত পরিষদের সাংস্কৃতিক বিভাগে নিবন্ধন চলছে