চন্দনাইশের নবগঠিত দোহাজারী পৌরসভার নির্বাচন আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। পৌরসভা গঠনের ৬ বছর পর এ প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গতকাল শনিবার রাত ১২টায় প্রার্থীরা প্রচার–প্রচারণা শেষ করেছেন। পৌরবাসীকে দিয়েছেন নানা প্রতিশ্রুতি। এখন অপেক্ষা ভোটের। এছাড়া গতকাল রাত ১২টা থেকে তিন দিন মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
জানা যায়, এ নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. লোকমান হাকিম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী মো. জায়নুল আলম, স্বতন্ত্র হিসেবে নারিকেল গাছ প্রতীকের প্রার্থী আবদুল্লাহ আল নোমান বেগসহ ৩ জন প্রতিদ্ধন্ধিতা করছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ৮০ জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করছেন। নির্বাচনকে সামনে রেখে গত ২৬ জুন প্রতীক বরাদ্দের পর থেকে গতকাল শনিবার প্রচারণার শেষদিন রাত ১২টা পর্যন্ত আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. লোকমান হাকিমের নির্বাচনী গণসংযোগ ও বিভিন্ন জনসভা ও পথসভায় যোগ দিয়েছেন কেন্দ্রীয়, চট্টগ্রাম দক্ষিণ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. জায়নুল আলমের সমর্থনেও স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা প্রচার–প্রচারণা চালিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল নোমান বেগ তার কর্মী সমর্থকদের নিয়ে গতকাল শেষদিন পর্যন্ত প্রচারণা চালিয়েছেন। কাউন্সিলর প্রার্থীরাও চালিয়েছেন প্রচারণা। প্রচারণার শেষদিন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তাই আগামীকাল উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হবে বলে মনে করছেন সাধারণ ভোটাররা।
এদিকে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্নের লক্ষ্যে প্রস্তুতি নেয়া হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিনহাজুল ইসলাম জানান, ১৪টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন–ইভিএমে ভোটগ্রহণ করা হবে। ১৪টি কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৯ জন ম্যাজিস্ট্রেট। প্রতি কেন্দ্রে ৫ জন পুলিশ সদস্য, ৮ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ৩ প্লাটুন বিজিবি, পর্যাপ্ত পরিমাণে র্যাব, স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশনের ৩ জন পর্যবেক্ষক সার্বক্ষণিক নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এছাড়া শনিবার রাত ১২টা থেকে তিন দিন মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে।