ডেবার পাড়ে পোশাক কর্মীর ঝুলন্ত লাশ

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৫ জুলাই, ২০২৩ at ৯:০১ পূর্বাহ্ণ

নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ দক্ষিণ ডেবার পাড় এলাকায় সাদিয়া আক্তার (১৬) নামে এক পোশাক কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা ১২টার দিকে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত সাদিয়া দক্ষিণ ডেবার পাড় ২৮ নম্বর ওয়ার্ডের রেলওয়ে কলোনির মো. সবুজের মেয়ে। ডবলমুরিং থানার ওসি (তদন্ত) আজিজুল হক বলেন, ডেবার পাড় রেলওয়ে কলোনির একটি বাসায় সাদিয়া আক্তার নামের এক নারী গার্মেন্টস কর্মী আত্মহত্যা করেছে বলে আমাদের কাছে সংবাদ আসে। এরপর পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। মেয়েটির বাবা পুলিশকে জানিয়েছেন, বাবামা বাড়ি ভাড়া দেয়ার জন্য ঘরের বাইরে যান। এ সময় সাদিয়া ফ্যানের সাথে উড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে জুয়ার আসর থেকে ৪ জুয়াড়ি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি