বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের আয়োজনে ৪ দিনব্যাপী ৩১তম কোর্স ফর রোভার মেট কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে শুরু হয়েছে। গত বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবদুল মালেক।
কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদের সভাপতিত্বে ও জেলা রোভারের যুগ্ম সম্পাদক মোহাম্মদ এনামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা রোভারের কমিশনার অধ্যক্ষ মো. জসিম উদ্দিন, জেলা রোভারের কোষাধ্যক্ষ মো. রুহুল আমিন খান, কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজের উপাধ্যক্ষ সমির রঞ্জন নাথ, জেলা রোভারের সম্পাদক অধ্যাপক মো. এ জেড এম বোরহান উদ্দীন। বক্তব্য রাখেন প্রশিক্ষক জয়নাল আবেদীন, আব্দুল হান্নান শিকদার, হাবীব উল্লাহ, মোহাম্মদ সাইফুদ্দিন, নাজনীন সুলতানা প্রমুখ।
চট্টগ্রামের বিভিন্ন সরকারি, বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও মুক্ত দলের ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীসহ কোর্সে ৭৫ জন অংশগ্রহণ করেন। আজ শনিবার কোর্সের মহাতাবু জলসা ও আগামীকাল রোববার সার্টিফিকেট প্রদানের মধ্য দিয়ে কোর্সের সমাপনী হবে। প্রেস বিজ্ঞপ্তি।










